জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ডের নতুন পাঠ্যসূচি ২০১২ অনুযায়ী পদার্থবিজ্ঞান—একাদশ ও দ্বাদশ শ্রেণি প্রথম পত্র পুস্তকখানি রচিত এবং দেশের প্রখ্যাত কয়েকজন পদার্থবিদের মূল্যায়নের ভিত্তিতে পুস্তকখানি একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক অনুমােদিত হয়। মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের সাথে ধারাবাহিকতা রক্ষা করে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত বিষয়গুলাের প্রয়ােজনীয় আলােচনা সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রতিটি বিষয় জটিল না করে সহজভাবে আলােচনা করেছি যাতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু আয়ত্ত করতে অসুবিধার সম্মুখীন না হয়। বিষয়বস্তু বর্ণনা সহজবােধ্য করার জন্য অধিক সংখ্যক প্রয়োজনীয় চিত্র সংযােজন করেছি। প্রতিটি অধ্যায়ে বিষয়বস্তুর আধুনিক মতবাদ, তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ করতে আমরা যথেষ্ট সচেষ্ট থেকেছি এবং এজন্য দেশি-বিদেশি অনেক বই-এর সাহায্য নিয়েছি। যে সমস্ত পুস্তকের সাহায্য গ্রহণ করা হয়েছে সে সমত পুস্তকের লেখক এবং প্রকাশকদের কাছে আমরা কৃতজ্ঞ ও ঋণী।